পরপর তিন-তিনটে সরকারি চাকরি, তারপরে UPSC জয় ! পোস্টমাস্টার থেকে IIS- থেমে না থাকাই সাফল্য দিয়েছে মালদার অভিজিৎকে
UPSC Success Story: শুরুটা ছিল জেলায় সাংবাদিকতা দিয়ে, পড়াশোনার পাশাপাশি চলত এই কাজ। কিন্তু নিজের চেষ্টায়, বুদ্ধিমত্তায় আর মেধার শক্তিতে ভর করেই আজ সর্বভারতীয় স্তরে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসে একমাত্র রাজ্যের প্রতিনিধি হিসেবে স্থান করে নিতে পেরেছেন অভিজিৎ।
- ABP Ananda